Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজাপুরে সাংবাদিকদের মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্র...

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজাপুরে সাংবাদিকদের মানববন্ধন

April 25, 2025 06:51:31 PM   অনলাইন ডেস্ক
মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজাপুরে সাংবাদিকদের মানববন্ধন

ঝালকাঠি সংবাদদাতা: দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান এবং অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকবৃন্দ ও আমার দেশ পাঠক মেলার সদস্যরা।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমার দেশ পাঠক মেলার রাজাপুর উপজেলা সভাপতি লিন্টু। সঞ্চালনায় ছিলেন আমার দেশ পত্রিকার রাজাপুর উপজেলা প্রতিনিধি বুলবুল মল্লিক।

মানববন্ধনে বক্তব্য রাখেন ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর ঝালকাঠি প্রতিনিধি শফিউল আজম টুটুল, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমির মাওলানা কবির হোসেন, স্বেচ্ছাসেবক দল রাজাপুর উপজেলার সভাপতি রতন দেবনাথ। এছাড়া বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজাপুর উপজেলা সহসভাপতি আল আমিন রুম্মান, যুবদলের যুগ্ম আহ্বায়ক পনির হাওলাদার, জেলা যুবদলের সদস্য তরুণ, রাজাপুর প্রেসক্লাবের সভাপতি এনামুল হোসেন খান, সাবেক সভাপতি মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, সাংবাদিক ক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তাইমুর হায়দার সজীব।

বক্তারা মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যা দিয়ে বলেন, মেঘনা গ্রুপ অতীতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সহযোগী হিসেবে কাজ করেছে এবং আজও সেই ভূমিকায় অবিচল রয়েছে।

তারা আরও বলেন, আমার দেশ একটি নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ পত্রিকা হিসেবে দীর্ঘদিন ধরে জনস্বার্থে কাজ করে আসছে। মাহমুদুর রহমানের মতো নির্ভীক সাংবাদিককে হয়রানি করে বাকস্বাধীনতা রুদ্ধ করার যে অপচেষ্টা চলছে, তা সফল হবে না।

মানববন্ধন থেকে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় এবং আগামীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।