
পাংশা সংবাদদাতা, রাজবাড়ী:
ভারতে মহানবীকে কটাক্ষের প্রতিবাদে রাজবাড়ীর পাংশায় শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা এক প্রতিবাদ-বিক্ষোভ সমাবশ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা কেন্দ্রিয় জামে মসজিদ প্রাঙ্গন থেকে মিছিল সহকারে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে জর্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে সমাবেশ করেন মুসলীম জনতা।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে বিক্ষোভকারিরা মিছিল সহকারে এসে নবীকে কটুক্তির প্রতিবাদ স্লোগানে মুখোরিত করে তোলে স্কুল মাঠ প্রাঙ্গন।
পাংশা শাহ্ জুই কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আবু মুসা আশয়ারীর সভাপতিত্বে সমাবেশে পাংশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ হাসান অদুদ, বিভিন্ন মাদ্রাসা প্রধানগন সহ আলেম ওলামাগন বক্তব্য রাখেন।
পাংশা উপজেলা তৌহিদী জনতার ব্যানারে আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তাগন নবীকে কটুক্তিকারির বিচার দাবি সহ ভারতীয় পন্য বয়কটের ডাক দেন।
এ বিক্ষোভ সমাবেশকে ঘিরে যে কোন অপৃতিকর ঘটনা নস্যাত করতে পাংশা মডেল থানা পুলিশ ছিলেন সোচ্চার।