Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মাগুরার মহম্মদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মাগুরার মহম্মদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

October 07, 2022 10:13:24 AM  
মাগুরার মহম্মদপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি:
মাগুরার মহম্মদপুরে এক নৌকা বাইচ মেলার আয়োজন করা হয়। বৃহস্পতিবার বিকালে ঝামা মধুমতি নদীতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রতি বছর দূর্গোৎসবের বিজয়া দশমীর পরদিন ঝামা বাজার এলাকায় মধুমতি নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে আসা দর্শকেরা নদীর দুই পাড়ে ঝামা, চরঝামা, আড়মাঝি, হরেকৃষ্ণপুর এলাকাসহ প্রায় ৪ কিঃমিঃ অঞ্চল জুড়ে অবস্থান নেয়। এই উৎসবকে কেন্দ্র করে মেলা সংলগ্ন প্রতিটি বাড়িতে এসেছে জামায়সহ বিভিন্ন আত্মীয় স্বজন।

এ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকেছোট বড় ৪টি  নৌকা অংশ নেয়। এ নৌকা বাইচকে কেন্দ্র করে মধুমতি নদীর দুই পাড়ে লাখো  মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে।নদীর দুই পাড়ে বসেছে বাহারি পণ্যের রকমারি বিভিন্ন শত শত দোকান-পাট।

এ নৌকা বাইচ দেখতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষ নদীর দুই পাড়ে ভিড় করেন।ঐতিহ্যবাহী এ উৎসব উপভোগ করতে দূর-দূরান্ত থেকে এসেছেন বিনোদন প্রেমীরা। সকাল থেকেই মেলার আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের কয়েক স্তরের নিরাপত্তার পাশাপাশি রাখা হয় স্বেচ্ছাসেবক কর্মীদের।

পলাশবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম রেজাউল করিম চুন্নু এর সভাপতিত্বে মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, মোছাঃ বেবী নাজনীন মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান উপজেলা পরিষদ মহম্মদপুর মাগুরা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত  ছিলেন, তরুন কান্তিক শিকদার মহাপরিচালক সমবায় অধিদপ্তর, মোঃ কলিমুল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার মাগুরা, অসিত কুমার রায় অফিসার ইনচার্জ (ওসি) মহম্মদপুর থানা, মোঃ বোরহান উল ইসলাম ওসি তদন্ত মহম্মদপুর থানা প্রমুখ।