
মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে সিংগাইর উপজেলায় অভিযানে মাদকসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশের ১টি চৌকস দল।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান পিপিএম-বার এর নির্দেশে মানিকগঞ্জ ডিবির ইনচার্জ, পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেনের তত্বাবধানে এসআই মোঃ হাকিম মোল্লার নেতৃত্বে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবির পরিচালনায় সিংগাইর উপজেলা শ্যামনগর থেকে ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ শ্যামনগর গ্রামের সোনা মিয়ার পুত্র মোঃ ফরিদ হোসেন কে গ্রফতা করা হয়।
জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন মাদক নির্মুল অভিযানের ধারাবাহিকতায় সিংগাইর উপজেলা শ্যামনগর থেকে মাদক সহ ১ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদক নির্মূল অভিযান চলবে। তবে এ ব্যপারে সিংগাইর থানায় একটি মাদক মামলা হয়েছে।