
মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে ৩৫ গ্রাম হিরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম খান পিপিএম-বার এর নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোহাম্মদ মোশারফ হোসেনের তত্বাবধানে এসআই আসাদের নেতৃত্বে ২৬ জুন মহাদেবপুর এলাকা থেকে মো. শামীম(৩৫)কে ৩০ গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার ও মানিকগঞ্জ পিটিআই গেটের সামনে থেকে এসআই আব্দুল কুদ্দুসের নেতৃত্বে মোঃ আব্দুর রাজ্জাক(৩০)কে ৫গ্রাম হিরোইনসহ গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষ ৫০ হাজার টাকা। আটক ২ জনকে মাদক মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান বলেন, মানিকগঞ্জ জেলাকে মাদক মুক্ত করবো এই জন্য সবাইকে পুলিশের সহযোগিতা করতে হবে। আমাদের মাদক বারোধী অভিযান চলমান থাকবে।