Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহেনে ট্রাকসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহেনে ট্রাকসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

February 24, 2025 08:17:32 PM   অনলাইন ডেস্ক
ময়মনসিংহেনে ট্রাকসহ ডাকাত দলের ৭ সদস্য গ্রেফতার

ময়মনসিংহ সংবাদদাতা:
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য এবং ডাকাতির মালামাল গ্রহণকারী এক সদস্য গ্রেফতার করা হয়েছে। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

ডিবির চৌকস আভিযানিক টিম ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং নেত্রকোনা জেলায় অভিযান পরিচালনা করে এই ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শরীফ হোসেন (২৬), মোঃ নাঈম আহম্মেদ (২২), মোঃ ইয়াসিন (২৪), মোঃ রাজন (২২), মোঃ হাসানু (২১), মোঃ মামুন মিয়া (২২)। তাদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাকটি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

এছাড়া, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ডাকাতির মালামাল গ্রহণকারী হিসেবে এক দোকানদারকেও গ্রেফতার করা হয়। তার নাম দোফাদার ইদ্রিস আলী (৫০), তিনি ডাকাতির মালামাল জানিয়ে ক্রয় করেছেন বলে স্বীকার করেছেন।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২৯ জানুয়ারি বিকেলে রাজীব পরিবহনের একটি ট্রাক, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো ট ২৪-৮২৫৬, ১৫ টন রড বোঝাই করে শেরপুর জেলার উদ্দেশ্যে রওনা হয়। ৩০ জানুয়ারি ভোরে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার মুন্সিবাড়ী এলাকায় ডাকাতরা ট্রাকটি থামিয়ে ড্রাইভার ও হেলপারকে গুরুতর আহত করে এবং ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় ৩০ জানুয়ারি ত্রিশাল থানায় ডাকাতির মামলা দায়ের হয়। পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ ছায়া তদন্ত শুরু করলে এবং অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়।

ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) শামীম হোসেন এ তথ্য জানান। এছাড়া গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোর্পদসহ অন্যান্য আইনগত কার্যক্রম চলমান রয়েছে।