Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে এসএসসি ২০০৪ ও ০৬ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্ট ও মিলনমেলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে এসএসসি ২০০৪ ও ০৬ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্ট ও মিলনমেলা

June 30, 2023 04:53:25 PM   দেশজুড়ে ডেস্ক
ময়মনসিংহে এসএসসি ২০০৪ ও ০৬ ব্যাচের ক্রিকেট টুর্নামেন্ট ও মিলনমেলা

হোসাইন আলী:
ময়মনসিংহ জেলা ২০০৪ এবং ২০০৬ এর এসএসসি ব্যাচ এর শিক্ষার্থীদের উদোগ্যে একটি ক্রিকেট টুর্নামেন্ট এর সিক্স এ সাইড আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টটি শুক্রবার সকাল ৮টায় ময়মনসিংহ জিমনেসিয়াম হলে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত ক্রিকেট টুর্নামেন্টে ২০০৪ এবং ২০০৬ এর এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মিলন মেলার উদেশ্যে আয়োজন করা হয়েছে।

দিনব্যাপি এ ক্রিকেট টুর্নামেন্টে ১০টিম অংশগ্রণ করে। আউটডোরে খেলার আয়োজন করা হলেও যা বৃষ্টির কারণে সম্ভব হয়নি বিধায় জিমনেসিয়াম হলে ক্রিকেট টুর্নামেন্ট টি অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এই বছরও সকলে একসাথে হওয়ার জন্য এই ক্রিকেট টুর্নামেন্ট এর সিক্স এ সাইড এর আয়োজন করেন।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উক্ত টুর্নামেন্টের আয়োজকরা ময়মনসিংহ জেলাবাসীকে ঈদের শুভেচ্ছা জানান এবং পাশাপাশি টুর্নামেন্টটি জিমনেসিয়াম হলে করার অনুমতি দেওয়ায় ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।