
ধর্মের নামে উগ্রবাদ, সন্ত্রাসবাদ, অপরাজনীতি, গুজব, হুজুগ, দাঙ্গা ও সন্ত্রাসের বিরুদ্ধে হেযবুত তওহীদ কর্মীদের নিয়ে ময়মনসিংহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগষ্ট ২০২৩) সকাল ১১ টায় ময়মনসিংহ জেলার সদর উপজেলার সাহেব কাচারী বাজার সংলগ্ন রাজগঞ্জ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের ময়মনসিংহের শম্ভুগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মো. রায়হান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সভাপতি রহমত উল্লাহ রানা।
মুখ্য আলোচক রহমত উল্লাহ রানা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী অস্থিরতা, ক্রমাগত অর্থনৈতিক মন্দার প্রভাবে দুর্ভিক্ষের আশঙ্কা, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে রাজনৈতিক দ্বন্দ্বের এমন এক সঙ্কটময় পরিস্থিতিতে হেযবুত তওহীদের বক্তব্য জাতির সামনে তুলে ধরতে হবে।
তিনি বলেন, বর্তমান বিশ্ব একটি ব্যর্থ বিশ্বব্যবস্থায় পরিণত হয়েছে। রাজনৈতিক সঙ্কট, সামাজিক অস্থিরতা, রাষ্ট্রীয় দ্বন্দ্ব, ধর্মীয় উন্মাদনা, জঙ্গিবাদ, পুঁজিবাদী অর্থনৈতিক সিস্টেম ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের দুর্নীতির ফলে এই সভ্যতা এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। মানুষ এই সভ্যতা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। নতুন সভ্যতার আগমন অবশ্যম্ভাবী। তাই এখন থেকে আমাদের নতুন সভ্যতায় নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানের বিকৃত ইসলামের ধারক-বাহকরা মুসলিম জাতির নেতৃত্ব দিতে অক্ষম। হেযবুত তওহীদের কর্মীদেরই এই দায়িত্ব নিতে হবে। এর জন্য ৫ দফা কর্মসূচির উপর নিজেদের চরিত্র গঠন করতে হবে।
হেযবুত তওহীদের ময়মনসিংহ জেলা দপ্তর সম্পাদক সনিয়া আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগীয় কৃষি বিষয়ক সম্পাদক মো. আতাউর রহমান, ময়মনসিংহ সদর মহানগর উপজেলার সভাপতি সাদ্দানুর রহমান শান্ত, ঈশ্বরগঞ্জ উপজেলা সভাপতি এজেটএম নাজমুল ইসলাম, নান্দাইল উপজেলার সভাপতি হাবিবুর রহমান, ভালুকা উপজেলা সভাপতি হাবিলদার আব্দুল বারেক, ফুলবাড়িয়া উপজেলা সভাপতি মো. উজ্জল ফরাজী, যুবলীগ নেতা আজিজুল হক আজিজ, নারী বিষয়ক সম্পাদক সাঁখি আক্তার কলিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।