Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে ১৩ তলা ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে ১৩ তলা ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

March 28, 2025 09:16:00 PM   অনলাইন ডেস্ক
ময়মনসিংহে ১৩ তলা ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে গাঙ্গিনারপাড়ের ১৩ তলা বর্ণালী টাওয়ারের ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভবনের ছাদ থেকে তরুণীকে লাফ দিতে দেখে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কেউ তাকে চিনতে পারেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিক তদন্ত চলছে। এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’