Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যাত্রাবাড়ী থেকে অপহৃত সোলাইমান উদ্ধার, অপহরণকারী দাদন গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাত্রাবাড়ী থেকে অপহৃত সোলাইমান উদ্ধার, অপহরণকারী দাদন গ্রেফতার

November 15, 2024 08:15:22 PM   নিজস্ব প্রতিনিধি
যাত্রাবাড়ী থেকে অপহৃত সোলাইমান উদ্ধার, অপহরণকারী দাদন গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী থেকে চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত পাটেরবাগ জামে মসজিদের ইমাম হাফেজ সোলাইমান হাওলাদারকে (৪৮) র‌্যাব-১০ এর বিশেষ অভিযানে ফরিদপুর জেলার সদরপুর এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে অপহরণ চক্রের মূলহোতা দাদন হাওলাদার (৪০) ও তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে।

জানা যায়, হাফেজ সোলাইমান যিনি দীর্ঘদিন যাবৎ যাত্রাবাড়ীর পাটেরবাগ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন, গত ৬ নভেম্বর সকালে বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। বিকেল সাড়ে ৪টায় তার বাবা-মায়ের মোবাইলে দাদন নামের এক ব্যক্তি ফোন করে সোলাইমানকে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ৬০ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনায় ভিকটিমের স্ত্রী পল্টন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন (মামলা নম্বর-০৬, তারিখ-০৭/১১/২০২৪, ধারা-৩৬৫/৩৮৫/৩৪ পেনাল কোড)।

র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প দ্রুত ঘটনাটি তদন্ত শুরু করে। গতকাল ১৪ নভেম্বর বিকেল ৫টায় র‌্যাব ফরিদপুর জেলার সদরপুর এলাকায় অভিযান চালিয়ে সোলাইমানকে উদ্ধার এবং দাদন হাওলাদার ও তার সহযোগী বাকি হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা মোটা অংকের চাঁদা আদায়ের উদ্দেশ্যে সোলাইমানকে অপহরণ করেছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।