Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যাত্রাবাড়ি থেকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাত্রাবাড়ি থেকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

January 31, 2023 03:27:37 AM   দেশজুড়ে ডেস্ক
যাত্রাবাড়ি থেকে ২৫ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিনিধি:
রাজধানীর যাত্রাবাড়ি হতে ২৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গত রবিবার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ি থানাধীন দনিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আটককৃত গাঁজার দাম আনুমানিক সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

গ্রেফতারকৃত মাদকব্যবসায়ীরা হলেন, মো. সজীব শেখ (২২), মো. লোকমান শিকদার (৩৭), সাগর (১৮) ও এক শিশু (১৬)।

এসময় তাদের নিকট থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি প্রাইভেট কার ও মাদক বিক্রয়ের নগদ ২৮ হাজার ৫শ’ ৫০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকা হতে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাবব-১০।