
শেরপুর প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুরর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরে ১হাজার শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৪ ফেব্রুয়ারি শনিবার দুপুরে শেরপুর শহরের নিউমার্কেটে ওই কম্বল বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগ ও শেরপুর জেলা যুবলীগের নেতাকর্মীরা। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
এ সময় সুব্রত পাল বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে অসহায় মানুষের কাছে শীত উপহার হিসেবে কম্বল নিয়ে এসেছি। দেশের যেকোন সংকটে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে যুবলীগ চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সারাদেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. জহির উদ্দিন খসরু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন পাভেল, উপ-অর্থ সম্পাদক শরিফুল ইসলাম দূর্জয়, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আলতাফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল আমিন, শেরপুর জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।