Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

July 06, 2022 10:53:09 AM  
রংপুরে সংখ্যালঘু পরিবারের উপর হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি

রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর মাহিগঞ্জ গোসাইবাড়ি এলাকায় হিন্দু সংখ্যালঘু পরিবারের বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, নির্যাতন, নারী ও বৃদ্ধাকে শ্লীলতাহানি এবং এ ঘটনায় দায়েরকৃত মামলার মূলহোতা হাসু ও ফারু গংদের দ্রুত গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারটি। মঙ্গলবার (০৫ জুলাই) বিকালে রিপোর্টার্স ক্লাব রংপুর এর মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবারটির সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বেবি রাণী জানান, তার ছেলে সুজন মহন্তকে মোবাইল ফোনে বিট কয়েন ব্যবসার ফাঁদে ফেলেন হাসু ও ফারুক গং আসামীরা। প্রতারনার মাধ্যমে পরিবারটিকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফাঁকা ষ্টাম্পে সইসহ জমি আত্মসাতের উদ্দেশ্য জমির দলিলের চেক বই নেয় আসামীরা। এসময় চেক বইয়ে সই করতে বাধ্য করে ৮ লাখ ৩০ হাজার টাকা আদায় করে সন্ত্রাসীরা। এতেই ক্ষান্ত হয়নি তারা।

আসামিরা সন্ত্রাসী ও প্রভাবশালী হওয়ায় জমির চেক বই ও ফাঁকা ষ্টাম্পে ইচ্ছেমত টাকার অংক বসিয়ে পুনরায় ৯ লক্ষ টাকা দাবি করে অন্যথায় প্রাণ নাশের হুমকি দেয়া হয় অসহায় পরিবারটিকে। এরই জের ধরে গত বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে হামলা চালায় সন্ত্রাসী হাসু ও ফারুক গং। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের ৫ সদস্যকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বেবী রানী মহন্ত ঘটনার মূল হোতা হাসু ও ফারুকসহ ৬ জনকে আসামি করে মাহিগন্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০২/৩৬। তারিখ ০৪-০৭-২২ ইং।

সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তা হীনতায় ভুগছে ভুক্তভোগী অসহায় পরিবারটি। মামলা দায়ের এর দুই দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।