Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রংপুরে সেরা রিপোর্টে পুরস্কার পেলেন রাইজিংবিডি’র আমিরুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রংপুরে সেরা রিপোর্টে পুরস্কার পেলেন রাইজিংবিডি’র আমিরুল

August 01, 2022 05:39:23 AM  
রংপুরে সেরা রিপোর্টে পুরস্কার পেলেন রাইজিংবিডি’র আমিরুল

রংপুর সংবাদদাতা:
রংপুরে ‘সেরা রিপোর্ট প্রতিযোগিতায়’ দ্বাদশ সপ্তাহে সেরা রিপোর্টে পুরস্কার পেলেন ভিজ্যুয়ালে রাইজিংবিডির আমিরুল ইসলাম ও প্রিন্ট ক্যাটাগরিতে বার্তা২৪ এর আমিনুল ইসলাম জুয়েল।

সপ্তাহের সেরা রিপোর্ট প্রতিযোগিতায় দ্বাদশ সপ্তাহে রাইজিংবিডি-তে প্রচারিত “ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে সাফল্যের হাতছানি” ও মাল্টিমিডিয়া ‘বার্তা২৪.কম’ এ প্রকাশিত  “শিক্ষার্থী নয় জন, শিক্ষক-কর্মচারি ১৮ জন” শিরোনামে রিপোর্ট দুটিকে দুই ক্যাটাগরিতে সেরা নির্বাচন করেন পাঁচ সদস্য বিশিষ্ট জুরি বোর্ড।

শনিবার (৩০ জুলাই) রাত ৮ টায় রিপোর্টার্স ক্লাবের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এই সেরা রিপোর্ট নির্বাচিত প্রতিযোগিদের হাতে ক্রেস্ট ও বিজয়ী প্রাইজবন্ড তুলে দেন 'সপ্তাহের সেরা রিপোর্ট' গ্রুপের জুরি বোর্ডের সদস্যরা।

জুরি বোর্ডের সদস্যরা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার, একাত্তর টিভির বিভাগীয় প্রতিনিধি ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজিদ আহমেদ ও বিএমএসএফ এর রংপুর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।

রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে সাংবাদিকদের রিপোর্টিং মানোন্নয়নে প্রতি সপ্তাহের সেরা রিপোর্টের ভিত্তিতে পাঁচ সদস্যের জুরি বোর্ড তাদের রিপোর্টের মধ্য থেকে সেরা নির্বাচিত করেন। এ সপ্তাহে নিজেদের রিপোর্ট সেরা হিসেবে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ীরা।

জুরি বোর্ড ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর এই উদ্যোগ গণমাধ্যমের নবীন কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশে নিজেদের দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আশা ব্যক্ত করে বক্তারা বলেন, এই দুই সংগঠন ঐক্যবদ্ধভাবে আরও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে রংপুরের সাংবাদিকতাকে একটি আরাদ্ধ স্থানে নিয়ে যাবে। এই উদ্যোগে রংপুরে কর্মরত যেকোন সংবাদকর্মী অংশ নিতে পারবেন বলেও জানান তারা।

পুরস্কার বিতরণের পূর্বে কেক কেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের দশম বর্ষপূর্তি উদযাপন করেন সংগঠনের জেলা নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক তাজিদুল ইসলাম লাল, রিপোর্টার্স ক্লাবের কার্যকরী সদস্য এসএম ইকবাল হোসেন সুমন, বিএমএসএফের জেলা সহ-সভাপতি আবুল হোসেন বাবলু, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম জয়, মহিলা বিষয়ক সম্পাদক শিউলী বেগম, সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হোসেন, সদস্য রবিন চৌধুরী রাসেলসহ রিপোর্টার্স ক্লাবের সদস্য আহসান হাবিব মিলনসহ রিপোর্টার্স ক্লাব ও বিএমএফএসের অন্যান্য সদস্যবৃন্দ।