Date: October 26, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / বিনোদন / রক্তের নয়, হৃদয়ের টানেই গড়ে ওঠে ভাইয়ের সম্পর্ক: ঋতুপর্ণা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রক্তের নয়, হৃদয়ের টানেই গড়ে ওঠে ভাইয়ের সম্পর্ক: ঋতুপর্ণা

October 23, 2025 10:06:34 AM   বিনোদন ডেস্ক
রক্তের নয়, হৃদয়ের টানেই গড়ে ওঠে ভাইয়ের সম্পর্ক: ঋতুপর্ণা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর জীবনে ভাইফোঁটা শুধু একটি উৎসব নয়, এটি তার আবেগ, স্মৃতি আর পারিবারিক বন্ধনের প্রতীক। বছরের এই বিশেষ দিনটি তিনি সবসময়ই উৎসাহের সঙ্গে পালন করে আসছেন। কিন্তু এবারের ভাইফোঁটা ঋতুপর্ণার জীবনে গভীর বিষাদের বার্তা নিয়ে এসেছে—কারণ, গত বছর তিনি হারিয়েছেন তার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তার মা-কে।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, “শুধু রক্তের সম্পর্কের মানুষই ভাই হয় না। এমন অনেকেই আছেন, যারা ভ্রাতৃসম, যাদের সঙ্গে সম্পর্ক রক্তের নয়, কিন্তু ভালোবাসা ও শ্রদ্ধায় ভরা। ভাইফোঁটার দিনে তাদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালো লাগে।” তবে কথাগুলোর শেষে তার কণ্ঠে ছিল একরাশ বিষাদ—“এই বছর মা নেই, তাই মনে হচ্ছে সব আলোই যেন নিভে গেছে।”

অভিনেত্রীর জীবনে ভাইফোঁটার সঙ্গে জড়িয়ে আছে শৈশবের অসংখ্য স্মৃতি। ছোটবেলা থেকে পরিবারের সবাই মিলে এই দিনটি পালন করতেন তারা। ঋতুপর্ণা জানান, “মা-ই এই প্রচলন শুরু করেছিলেন। মনে আছে, সেই দিনে বাড়ি ভরে যেত ভাইবোনেদের কোলাহলে। ঠাকুমাকে কেউ বলত দিদা, আমরা বলতাম মুন্না, কেউ আবার ফুলমণি বলে ডাকত। সেই আনন্দময় মুহূর্তগুলো এখন শুধুই স্মৃতি।”

প্রতিবছর তিনি চেষ্টা করেন ভাইফোঁটার দিনে অন্তত কিছু সময় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের সঙ্গে কাটাতে। কিন্তু এবারের ভাইফোঁটার কথা ভাবলেই তার মন ভারাক্রান্ত হয়ে পড়ে। তিনি বলেন, “মা নেই বলে এই দিনটা যেন ফাঁকা ফাঁকা লাগে। ভাইফোঁটা আর আগের মতো হবে না। তবে আমার ভালোবাসা আর শুভেচ্ছা সব ভাইদের জন্য থাকবে—ওটাই তো আসল সম্পর্ক।”

ঋতুপর্ণার কণ্ঠে উঠে আসে এক গভীর মানবিক বার্তা—ভাইফোঁটা কেবল আনুষ্ঠানিক কোনো উৎসব নয়, এটি ভালোবাসা, স্মৃতি ও সম্পর্কের এক মেলবন্ধন। তিনি বলেন, “এই দিনটায় সব ভাইবোনেরা আনন্দে মেতে ওঠে। ভাবলেই মনটা কেমন ভরে আসে আবার খালি হয়ে যায়। কারণ, এ বছর সেই আনন্দ ভাগ করার মানুষটা আর নেই। তবুও আমি জানি, মা যেখানে আছেন, সেখান থেকে আশীর্বাদ করেই যাবেন।”

এবারের ভাইফোঁটায় তাই ঋতুপর্ণার মন ভরা ভালোবাসা ও শূন্যতা দুটোই। কিন্তু তার বার্তা স্পষ্ট—ভাইয়ের সম্পর্ক কেবল রক্তের সূত্রে গড়ে ওঠে না, হৃদয়ের টানে গড়ে ওঠে সত্যিকারের বন্ধন।