একসময় বলিপাড়ায় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেমের গুঞ্জন ব্যাপকভাবে চলছিল। এমনকি গুঞ্জনের কারণে শাহরুখ-গৌরির সংসার ভাঙার সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। তবে প্রিয়াঙ্কা সেই সব গুঞ্জনকে উপেক্ষা করে আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে বিয়ে করে সুখের সংসার গড়েছেন।
১৯ বছর আগে প্রিয়াঙ্কাকে ‘পোষা ইঁদুর’ হিসেবে আখ্যায়িত করেছিলেন বলিপাড়ার কিং খান শাহরুখ খান। বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ আছে, সেই সময় প্রিয়াঙ্কা ‘কফি উইথ করণ’ শোসহ বিভিন্ন অনুষ্ঠানে শাহরুখের প্রতি তার মুগ্ধতা প্রকাশ করতেন। বিশেষ করে ২০০৬ সালে ‘ডন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময় প্রিয়াঙ্কার মুগ্ধতা আরও বেড়ে গিয়েছিল। শুটিংয়ের সময় প্রিয়াঙ্কা প্রায়ই শাহরুখের চোখে হারাতেন, এবং শাহরুখও নায়িকাকে প্রায় চোখে চোখে রাখতেন। এই কারণে বলিপাড়ায় তাদের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
‘ডন’ সিনেমার রিমেকে, যেখানে অমিতাভ বচ্চনও অভিনয় করেছিলেন, শাহরুখ-প্রিয়াঙ্কা প্রথমবার জুটি বেঁধেছিলেন। সিনেমার একটি সংলাপে শাহরুখ প্রিয়াঙ্কাকে ‘জংলি বিল্লি’ হিসেবে উল্লেখ করেছিলেন। পরে টাইমস অব ইন্ডিয়ার একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানতে চাইলেন, বাস্তবে কি তিনি সত্যিই এমন? শাহরুখ তখন মজার ছলে বলেছিলেন, “সে আমার পোষা ইঁদুর।” প্রিয়াঙ্কা তখনই জবাব দিয়েছিলেন, “আমি মোটেও ইঁদুর নই। দয়া করে দেখতে সুন্দর কোনো পশুর সঙ্গে আমার তুলনা করো।” শাহরুখ তখন আরও মধুরভাবে বলেছিলেন, “ঠিক আছে, ও আমার পোষা খরগোশ।”
শাহরুখ তখন প্রিয়াঙ্কার প্রশংসা করতে গিয়ে বলেন, “আমি ওকে অত্যন্ত, অত্যন্ত, অত্যন্ত ভালোবাসি। ওর প্রতিভার প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা আছে।”
‘ডন’ সিনেমার পর থেকে শাহরুখ ও প্রিয়াঙ্কা অসংখ্য সিনেমায় একসঙ্গে কাজ করেছেন। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’-এ বিশেষ অতিথি হিসেবে দেখা যায় তাদের, ২০০৯ সালে ‘বিল্লু’ এবং ২০১১ সালে ‘ডন টু’-তে আবারও তাদের জনপ্রিয় জুটিকে দেখা যায়।