
রাজধানীর বাদামতলীর মদীনা কমপ্লেক্স-২ এলাকায় গৃহবধূ রিমা আক্তার আফরিনকে (২৩) জোরপূর্বক বিষপানে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বাবা আলমাছ বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় স্বামী রাজনসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
নিহত আফরিন আশুলিয়ার পূর্ব জামগড়া রূপায়ন মাঠ এলাকার বাসিন্দা আলমাছের মেয়ে। বৃহস্পতিবার রাতে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের বাবা অভিযোগ করেন, বিয়ের পর থেকে স্বামী রাজন ও তার ফুফুসহ শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য আফরিনকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ইতোমধ্যে তিনি সমিতি থেকে ঋণ নিয়ে ৩ লাখ টাকা যৌতুক হিসেবে দিয়েছেন। পরে আরও ৭ লাখ টাকা দাবির প্রেক্ষিতে আফরিন চাকরি শুরু করেন এবং সঞ্চিত টাকা নিয়ে আবার সংসারে ফিরে যান।
৬ই নভেম্বর রাতে টাকার জন্য আফরিনকে মারধর করে জোরপূর্বক বিষপান করানো হয় বলে অভিযোগ করেন আলমাছ। অসুস্থ অবস্থায় তাকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গণি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট মো. আরাফ বলেন, দণ্ডবিধির ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনা বা সাহায্যের অপরাধে ১০ বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।
নিহতের পরিবার অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।