Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / রাজাপুরে দাখিল পরীক্ষায় নকল করায় এক শিক্ষার্থী বহিষ্কার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজাপুরে দাখিল পরীক্ষায় নকল করায় এক শিক্ষার্থী বহিষ্কার

April 21, 2025 07:42:42 PM   অনলাইন ডেস্ক
রাজাপুরে দাখিল পরীক্ষায় নকল করায় এক শিক্ষার্থী বহিষ্কার

ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুর উপজেলায় চলমান দাখিল পরীক্ষায় নকল করার দায়ে এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে পরীক্ষা কেন্দ্র কর্তৃপক্ষ। রোববার (২০ এপ্রিল) রাজাপুরের কানুদশকাঠী ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বাংলা বিষয়ের পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের সময় তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কৃত শিক্ষার্থী তারাবুনিয়া ওয়াহেদিয়া দাখিল মাদ্রাসার ছাত্রী বলে নিশ্চিত করেছে কেন্দ্র সূত্র।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, “পরীক্ষাকেন্দ্রে অসদ উপায় অবলম্বনের অভিযোগে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, চলতি বছরের দাখিল পরীক্ষায় দেশের বিভিন্ন কেন্দ্রে প্রশ্নফাঁস, নকলসহ যেকোনো ধরনের অনিয়ম রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং চলছে কঠোর নজরদারি।