
কুবি প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার মো. মজিবুর রহমানকে আর্থিক ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার স্থলে গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
সোমবার (৩ মার্চ) কুবির ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অফিস আদেশে বলা হয়েছে, ৩ মার্চ থেকে মো. মজিবুর রহমানকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক ড. আনোয়ার হোসেন অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
এতে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মজিবুর রহমান তার বেতন-ভাতা পেলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি, তিনি যানবাহন, টেলিফোন, মোবাইল ফোন ও সংবাদপত্র সংক্রান্ত কোনো সুবিধাও ভোগ করতে পারবেন না।
এ বিষয়ে মো. মজিবুর রহমান বলেন, "এই সিদ্ধান্ত দেখে আমি হতবাক। অভিযোগের বিষয়ে আমি কিছু জানি না। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আমি তাদের সহযোগিতা করব। আমি প্রশাসনিক বা আর্থিক কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নই।"
স্থায়ী পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, "নতুন প্রশাসন আসার পর থেকেই আমি অনুভব করেছি যে এখানে আমার অবস্থান কঠিন হয়ে যাচ্ছে। বলতে গেলে, ভাগ্যের বিড়ম্বনায় পড়েছি।"
সদ্য দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার (অতিরিক্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, "আমার দায়িত্ব হলো ছাত্র, শিক্ষক ও প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি করা। এই পদের বিশেষ কোনো ক্ষমতা নেই, আমি কেবল আদেশ বাস্তবায়ন করব এবং সবার সঙ্গে আইনানুযায়ী কাজ করার চেষ্টা করব।"
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, "অভিযোগ সম্পর্কে আমি এখনই কিছু বলতে পারব না। একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যেখানে শিক্ষক ও কর্মকর্তারা রয়েছেন। অফিস আদেশের মাধ্যমে বিস্তারিত জানা যাবে।"