Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

February 01, 2023 06:09:46 PM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরে আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, রাণীনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবর্গ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান, কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রাণিসম্পদ দপ্তর কর্মকর্তা কামরুন্নাহার আকতার, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি ওহেদুল ইসলাম মিলনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।