Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে ইউপি চেয়ারম্যানের ঈদসামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে ইউপি চেয়ারম্যানের ঈদসামগ্রী বিতরণ

April 15, 2023 03:40:30 AM   স্পোর্টস ডেস্ক
রাণীনগরে ইউপি চেয়ারম্যানের ঈদসামগ্রী বিতরণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে তিন শতাধীক দু:স্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ নিজ উদ্যোগে এই সামগ্রীগুলো বিতরণ করেন।

এদিন অত্র ইউনিয়নের বড়গাছা গ্রামস্থ্য একটি মিল ঘর চত্বরে এই বিতরনের আয়োজন করা হয়। এসময় লাচ্ছা, সেমাই, চিনি, দুধসহ বিভিন্ন প্রকারের সামগ্রী বিতরণ করেন তিনি।

বিতরণকালে পারইল ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হানুজ্জামান দুদু,সম্পাদক আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাদেকুল ইসলাম ও যুগ্ন আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান জাহিদ জানান, ঈদের খুশি ভাগা-ভাগি করে নিতে প্রতি বছরই এমন আয়োজন করেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার অত্র ইউনিয়নের প্রায় ৩০০জনকে এই সামগ্রি উপহার দিচ্ছেন।