Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / র‌্যাবের ডিজি শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

র‌্যাবের ডিজি শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান

August 07, 2024 11:48:33 AM   অনলাইন ডেস্ক
র‌্যাবের ডিজি শহিদুর রহমান, ডিএমপি কমিশনার মাইনুল হাসান

 

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহিদুর রহমানকে র‌্যাবের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে ডিএমপির কমিশনার করা হয়েছে।

বুধবার (০৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ডিএমপি কমিশনার মাইনুল হাসানের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিন রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মো. ময়নুল ইসলামকে পুলিশের নতুন মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ময়নুল ইসলাম ঢাকার ট্র্যাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ড পদে কর্মরত।

এর আগে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অব্যাহতি দেওয়া হয়। মঙ্গলবার রাতে তাকে অব্যাহতি দেওয়া হয়।

এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে বলা হয়, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৭ অনুযায়ী পুলিশ মহাপরিদর্শক পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।