Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের নয়: পররাষ্ট্র উপদেষ্টা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের নয়: পররাষ্ট্র উপদেষ্টা

September 24, 2024 02:09:20 PM   অনলাইন ডেস্ক
রোহিঙ্গা সংকট শুধু বাংলাদেশের জন্য উদ্বেগের নয়: পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গা সংকট কেবল বাংলাদেশের জন্যই উদ্বেগের বিষয় নয়, বরং এটি সমগ্র অঞ্চলে ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, মিয়ানমার যে সংকটের মুখোমুখি হয়েছে, তার প্রভাব আশেপাশের দেশগুলোতেও পড়তে পারে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে কমনওয়েলথ মন্ত্রীদের বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে তৌহিদ হোসেন আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত রোহিঙ্গা সংকট সমাধানে সক্রিয়ভাবে ভূমিকা পালন করা, কারণ এটি শুধুমাত্র বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা নয়, বরং আঞ্চলিক স্থিতিশীলতার জন্যও হুমকি।

এছাড়া, নিউইয়র্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।