Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

August 03, 2022 07:00:27 AM  
রাণীনগরে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা:
নওগাঁর রাণীনগর উপজেলা ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে ভয়াবহ লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং বিএনপি’র কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশে ভোলায় পুলিশের অন্যায়ভাবে গুলিবর্ষণ ও নির্বিচারে হত্যার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধা ৬টায় রাণীনগর উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ের সামনে উপজেলা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শিমুল।

সমাবেশে উপজেলা বিএনপি’র আহ্বায়ক রোকনুজ্জামান খান রুকু, সদস্য মেজবাউল হক লিটন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ এ আলম সিরাজ,ফরহাদ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল,সদস্য সচিব বেলাল হোসেন, শ্রমীক দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন টনি, ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক ইউসুফ আলী, আরমান হোসেন ও নওশাদুজ্জামানসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।