Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে প্রায় ১৫ হাজার দুস্থ পরিবার পেলো ভিজিএফ’র চাল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে প্রায় ১৫ হাজার দুস্থ পরিবার পেলো ভিজিএফ’র চাল

July 08, 2022 05:55:43 AM  
রাণীনগরে প্রায় ১৫ হাজার দুস্থ পরিবার পেলো ভিজিএফ’র চাল

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নওগাঁর রাণীনগরের ৮টি ইউনিয়নে অতি দরিদ্র,অসহায় ও দু:স্থ্য ১৪হাজার ৮২৫ জনের মাঝে চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিটি ইউনিয়নে মোট ১৪৮.২৫০মেট্রিকটন চাল বিতরণ করা হয়।

রাণীনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা শাখার ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে প্রতিজনকে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। এরমধ্যে রাণীনগর খট্রেশ্বর ইউনিয়নে ২ হাজার ৪৬৮ জন, কাশিমপুর ইউনিয়নে ১ হাজার ৫৫৪ জন, গোনা ইউনিয়নে ১ হাজার ৫১৭জন, পারইল ইউনিয়নে ২ হাজার ৪৩ জন, বড়গাছা ইউনিয়নে ১ হাজার ৮৩০ জন, কালীগ্রাম ইউনিয়নে ১ হাজার ৮৯০ জন, একডালা ইউনিয়নে ২ হাজার ৬০ জন ও মিরাট ইউনিয়নে ১ হাজার ৪৬৩ জনকে এই চাল দেয়া হয়েছে।