Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে গ্রেফতার ৪১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে গ্রেফতার ৪১

October 29, 2022 11:36:57 PM   নিজস্ব প্রতিবেদক
রোহিঙ্গা ক্যাম্পে অভিযানে গ্রেফতার ৪১

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাড়াশি অভিযান চালিয়ে হত্যা ও মাদক মামলাসহ বিভিন্ন অভিযোগে ৪১ জনকে গ্রেফতার করেছে এপিবিএন ও জেলা পুলিশ। গত শুক্রবার দিনগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে মাঝিসহ বেশ কয়েকটি রোহিঙ্গা হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গা ক্যাম্পকে নিরাপদ রাখতে ‘অপারেশন রুট আউট’ নাম দিয়ে এই বিশেষ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। 

চলতি মাসেই কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ৯ জন খুনের শিকার হয়েছেন। গত ৫ মাসে খুন হয়েছেন ২৫ জন। খুনের শিকার হওয়া রোহিঙ্গাদের বেশিভাগই ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির নেতা (মাঝি) ও স্বেচ্ছাসেবক। কক্সবাজার জেলা পুলিশের দেওয়া তথ্য মতে, ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সালের ২৭ অক্টোবর পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৪ টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এর মধ্যে গত ৫ মাসে (২৭ অক্টোবরের ২ জনসহ) খুনের শিকার হন ২৫ জন। যার মধ্যে শুধু অক্টোবরেই ঘটে ৯টি খুনের ঘটনা।

আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অপরাধীদের গ্রেফতারে শুক্রবার রাতে ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফরের নেতৃত্বে ১৩, ১৭, ১৮, ১৯ ও ২০ নম্বর ক্যাম্পে বিশেষ অভিযান চালানো হয়। ক্যাম্প এলাকায় অভিযানের সময় যাতে কোনো দুষ্কৃতিকারী ক্যাম্পের বাইরে পালিয়ে যেতে না পারে, সেজন্য ক্যাম্পের সীমান্তে জেলা পুলিশ পর্যাপ্ত সংখ্যক অফিসার-ফোর্স মোতায়েন করে। অভিযানে রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে সর্বমোট ৪১ জনকে গ্রেফতার করা হয়। যার মধ্যে ৬ জন রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত বিভিন্ন হত্যা মামলার আসামি, মাদকসহ আটক করা হয় ৩ জনকে। অন্যান্য মামলার আসামি ছিল ৪ জন। বাকি ২৮ জন বিভিন্ন অপরাধে অভিযুক্ত। তাদের মোবাইল কোর্টের আওতায় সাজা দেওয়া হয়।

গ্রেফতার হত্যা মামলার আসামিরা হলো- ক্যাম্প ১৮ ব্লক-এল/১৮-এর মৃত আবুল হোসেনের ছেলে সৈয়দ আলম (৫৫)।  ব্লক/১৭-এর মৃত আবদুল মজিদের ছেলে জুনায়েদ (২৫)। আবু তালেবের ছেলে মছন আলী (২০), মৃত মোস্তাক আহমদের ছেলে মো. ওসমান (৩৪)। ক্যাম্প ১৩, ব্লক- ডি/৩-এর জাহিদ হোসেনের ছেলে তাহের ওরফে লালা ফুতিয়া (২৫)। ব্লক- এফ/৩-এর মৃত আমির হামজার ছেলে শোয়াইব (২৫)। মাদকসহ গ্রেফতার ব্যক্তিরা হলো= ক্যাম্প ১৩, ব্লক-জি/২-এর মৃত নুর আহমদের ছেলে দিল হোসাইন (৪৪)। ব্লক-ই/৪-এর মৃত কবির আহমদের ছেলে মোহাম্মদ জোবায়ের (৩৯) এবং ক্যাম্প ১৮, ব্লক-এইচ/৬২-এর মৃত এজাহার মিয়ার ছেলে শফিউল্লাহ (৫৩)।

অভিযানে ৮ এপিবিএন ছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ ও ১৬ এপিবিএন পুলিশ এবং জেলা পুলিশের ফোর্স অংশ নেয়। রোহিঙ্গা ক্যাম্প থেকে দুষ্কৃতিকারীদের নির্মূলে ক্যাম্প এলাকায় ৮ এপিবিএনের বিশেষ ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এপিবিএনের এই কর্মকর্তা।