Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত ২ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত ২

March 21, 2025 02:59:36 PM   উপজেলা প্রতিনিধি
রায়পুরায় আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে নিহত ২

রায়পুরা সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলের চাঁনপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধসহ আরও কয়েকজন আহত হয়েছেন।

শুক্রবার ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন মিয়া (২৩) ও বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহমুদ।

সংঘর্ষের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। রিপোর্ট লেখা পর্যন্ত আমিন মিয়ার লাশ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে, অন্যজনের লাশ আনার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীরা এলাকায় অনুপস্থিত ছিলেন। ঈদ সামনে রেখে তারা শুক্রবার ভোরে এলাকায় ফিরতে গেলে প্রতিপক্ষ হাজী সামসু মেম্বারের সমর্থকরা দেশীয় অস্ত্র, টেঁটা, বল্লম, দা, ছুরি, ককটেল ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আব্দুস সালাম সমর্থিত দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

রায়পুরা থানার ডিউটি অফিসার এসআই জুবায়ের জানান, সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।