
নরসিংদীর রায়পুরা উপজেলার হাসিমপুরে টাকা ও খাবারের প্রলোভন দেখিয়ে মানসিক ভারসাম্যহীন এক নারীকে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসিমপুর বাজারের মাংস ব্যবসায়ী কসাই খালেকের বিরুদ্ধে।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাত অনুমান ১২টা থেকে ১টার মধ্যে এই ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কসাই খালেক উপজেলার রায়পুরা ইউনিয়নের সাহেরখোলা গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। স্থানীয়রা জানান, এর আগেও তিনি নানা অনৈতিক কর্মকাণ্ডের কারণে দীর্ঘদিন কারাভোগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের নির্জনে কসাই খালেকের দোকান থেকে মেয়েলি কণ্ঠ ও অস্বাভাবিক শব্দ শুনে লোকজন জড়ো হতে থাকে। অনেকেই দোকানের শাটারের নিচ দিয়ে ভিডিও ধারণ করেন। পরে উপস্থিতরা ডাক দিলে প্রায় ১০-১৫ মিনিট পর কসাই খালেক শাটার খুলে দেন। এরপর বাজারের গণ্যমান্য ব্যক্তিরা তাকে আটক করেন এবং থানায় খবর দেন।
তবে ঘটনার পর থেকে কসাই খালেক পলাতক রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে, বাড়িতেও তাকে পাওয়া যায়নি বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আদিল মাহমুদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।