Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / রায়পুরায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রায়পুরায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধন

March 16, 2025 09:13:25 PM   অনলাইন ডেস্ক
রায়পুরায় প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ, লাখ টাকার মাছ নিধন

নরসিংদীর রায়পুরায় এক প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষ এই কাজ করেছে বলে তার ধারণা।

শুক্রবার রাতে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনোয়ারা বাদ গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, সকালে তার এক জমির শ্রমিক খবর দেন যে পুকুরের মাছ মরে ভেসে উঠছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি দেখেন, পুকুরের সব মাছ পানির ওপরে ভেসে আছে। এতে তার প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন তাজুল ইসলাম। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।