Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / লেবানন থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি, মঙ্গলবার ফিরবেন আরও ৩২ জন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লেবানন থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি, মঙ্গলবার ফিরবেন আরও ৩২ জন

November 04, 2024 12:51:24 PM   অনলাইন ডেস্ক
লেবানন থেকে ফিরলেন ৭০ বাংলাদেশি, মঙ্গলবার ফিরবেন আরও ৩২ জন

লেবানন থেকে যুদ্ধের কারণে আটকেপড়া ৭০ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। এছাড়া মঙ্গলবার (৫ নভেম্বর) আরও ৩২ জন বাংলাদেশি দেশে ফেরার কথা রয়েছে। সোমবার (৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের সম্পূর্ণ সরকারি ব্যয়ে এমিরেটস এয়ারলাইন্সের মাধ্যমে দেশে ফেরানো হয়েছে। বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান দেশে ফেরা প্রবাসীদের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ পর্যন্ত সাতটি ফ্লাইটে মোট ৩৩৮ জন বাংলাদেশি দেশে প্রত্যাবাসিত হয়েছেন।

আইওএম প্রত্যাবাসিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্যসামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সহায়তা প্রদান করেছে।

উল্লেখ্য, লেবাননে ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত একজন বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে নিরাপদে দেশে ফেরানোর জন্য বাংলাদেশ সরকার এবং বৈরুত দূতাবাস সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।