
লালমনিরহাটের কুলাঘাট এলাকায় অভিযান চালিয়ে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ৫০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
সোমবার ভোরে লালমনিরহাট জেলার কুলাঘাট ইউনিয়নের সাকোয়া টিকটিকি মোড় এলাকায় কুলাঘাট থেকে বড়বাড়ি গামী পাকা রাস্তায় বিশেষ অভিযান চালানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে একটি মাইক্রোবাস তল্লাশি করা হলে পিস্তল, গুলি ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকার ধামরাইয়ের বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল, মানিকগঞ্জের শিবালয়ের ছোট শাকরাইল এলাকার সুদেব হালদারের ছেলে লিটন হালদার এবং একই উপজেলার খালিশা এলাকার আজিজের ছেলে মোঃ আসলাম।
লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী জানান, কুলাঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।