Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / শিক্ষকতা ছেড়ে কলা চাষ, সফল উদ্যোক্তা শামীম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিক্ষকতা ছেড়ে কলা চাষ, সফল উদ্যোক্তা শামীম

March 16, 2025 09:17:13 PM   অনলাইন ডেস্ক
শিক্ষকতা ছেড়ে কলা চাষ, সফল উদ্যোক্তা শামীম

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া গ্রামের ঐতিহ্যবাহী ডাক্তার বাড়ির মরহুম আব্দুল খালেক মিয়া ও মনোয়ারা খালেক দম্পতির পুত্র মো. শামীম হায়দার এখন একজন সফল কৃষি উদ্যোক্তা। শিক্ষকতা ছেড়ে শখের বসে কলা চাষ শুরু করলেও এখন তিনি দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তিনটি প্লটে ১ একর ২৬ শতাংশ জমিতে দেশীয় বিভিন্ন জাতের কলা চাষ করে এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

কলায় থাকা ক্যালরি, খনিজ, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট মানবদেহের জন্য উপকারী। এ বিবেচনা থেকে ২০০৮ সালে মাত্র ২০ হাজার টাকা পুঁজি নিয়ে দেশীয় প্রজাতির কলা চাষ শুরু করেন শামীম হায়দার। বর্তমানে তিনি একজন দক্ষ কৃষি খামারি ও সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠিত "বড়ইয়া কৃষি খামার" খরচ বাদে বছরে প্রায় আড়াই লাখ টাকা আয় করছে। শুধু নিজেই লাভবান হননি, বরং স্থানীয় বেকারদের কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করেছেন তিনি।

উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলামের মাধ্যমে তার দক্ষতা নজরে আসে কৃষি অফিসার শাহিদা শারমিন আফরোজের। তিনি কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ ও সরকারি সহায়তা পাচ্ছেন এবং প্রশিক্ষণও নিয়েছেন। বর্তমানে তার খামারে তিনটি প্লটে দেশীয় কলার উৎপাদন চলছে।

এ প্রসঙ্গে শামীম হায়দার জানান, "আমি উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ গ্রহণ করেছি এবং কৃষক কার্ড ও প্রত্যয়নপত্র পেয়েছি। তবে কৃষি উৎপাদনে খরচ বেড়ে যাওয়ায় সেচ পাম্প, সার, ঔষধ ও উন্নত জাতের চারা প্রয়োজন। সরকারি বা বেসরকারি প্রণোদনা পেলে উৎপাদন আরও বাড়াতে পারবো।"

স্থানীয়দের মতে, শামীম একজন সফল কলা চাষি, ভালো মনের মানুষ এবং এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা। তারা কৃষি অফিসের কাছে দাবি জানিয়েছেন, যেন শামীম হায়দারকে প্রয়োজনীয় সহায়তা দিয়ে আরও বড় পরিসরে কৃষি কার্যক্রম পরিচালনায় উৎসাহিত করা হয়।

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, "আমি শামীম হায়দারের তিনটি কলা বাগানে গিয়েছি এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি। তিনি সত্যিকার অর্থেই একজন দক্ষ ও ভালো চাষি। তার সাফল্য আরও বাড়ুক, এটাই আমাদের কামনা।"