Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ-মিছিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ-মিছিল

May 24, 2023 10:43:22 AM   নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আশুলিয়ায় বিক্ষোভ-মিছিল

আশুলিয়া সংবাদদাতা, ঢাকা:
আশুলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আশুলিয়া থানা আওয়ামী লীগ।

মঙ্গলবার বিকেল ৪টায় আশুলিয়া বাইপাইল থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আশুলিয়া ডি-ইপিজেড সড়ক প্রদক্ষিণ করে। আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে বাইপাইল মোরে এক সমাবেশে বক্তারা বলেন, বিএনপি নেতা আবু সাইদ চাঁদের হুমকির প্রতিবাদ জানিয়ে বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সজাগ এবং সচেতন থাকতে হবে। আশুলিয়ার মাটিতে বিএনপি নেতা কর্মীদে যেখানে পাবে সেখানেই প্রতিহত করা হবে। বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি করেন। অন্যথায় বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি দিবে তাহা বাস্তবায়ন করতে নেতা কর্মীদে মাঠে থাকার আহবান জানান।

পাথালিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মেম্বার আবুল কালাম আজাদ এর নেতৃত্বে একটি গণমিছিল বিক্ষোভ মিছিল ও সমাবেশ যোগ দিয়ে বলেন পাথালিয়া ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যে কর্মসূচি গ্রহণ করবে তা বাস্তবায়ন করবো।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহমেদ সুমন ভূইয়া, আশুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, আশুলিয়া শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির সভাপতি আকবর হোসেন মৃধা, ইয়ারপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার হালিম মৃধা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মুছা, আশুলিয়া শ্রমিক লীগের আঞ্চলিক কমিটির যুগ্ম আহবায়ক সানাউল্লাহ সানি ভুইঁয়াসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।