Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

August 06, 2024 08:23:21 PM   অনলাইন ডেস্ক
শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল

 

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনার ভিসা বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৬ আগস্ট) দেশটির পররাষ্ট্র দফতরের একটি ঘনিষ্ঠ সূত্র ভিসা বাতিলের এই তথ্য নিশ্চিত করেছে।

এর আগে দেশ ছেড়ে শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়ার পর মার্কিন পররাষ্ট্র দফতর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানায়।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিলের তথ্য জানিয়েছেন। তিনি লিখেছেন, মার্কিন সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা প্রত্যাহার করেছে। পররাষ্ট্র দফতরের ঘনিষ্ঠ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বলে এক্সে জানিয়েছেন বার্গম্যান।

বার্গম্যান সামাজিক মাধ্যমে আরও লিখেছেন, হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন, সেখানে তার বোন (শেখ রেহানা) এবং ভাগ্নি (এমপি টিউলিপ সিদ্দিক) থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়।