
আব্দুল্লাহ তারেক রান:
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম মেরামত, নতুন মেশিন সংযোজন এবং সার্বিক পরিষেবা উন্নয়নে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।
নতুন উদ্যোগের ফলে এখন প্রায় সব ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন চালু রয়েছে। আগে যেসব মেশিন নষ্ট থাকার কারণে রোগীরা সঠিক পরীক্ষা করাতে পারতেন না, সেগুলো মেরামত করে পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি, আধুনিক কিছু নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় রোগীরা আরও উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন।
জানা যায়, নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ দল গঠন করা হয়েছে। একই সঙ্গে, হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্য নির্মূল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারসহ তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের সঙ্গে সমন্বয় করে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
ডাঃ শফিকুল ইসলাম বলেন, "রোগীদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত প্রতিটি রোগী যেন সঠিক সেবা পায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
স্থানীয় জনগণ ও রোগীরা হাসপাতালের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, আগের তুলনায় এখন হাসপাতালের সেবা অনেক ভালো হয়েছে, চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা বেড়েছে এবং দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে।