Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ঔষধের পাইকারি দোকানসহ ২টি দোকানে চুরি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে ঔষধের পাইকারি দোকানসহ ২টি দোকানে চুরি

May 20, 2023 01:58:38 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ঔষধের পাইকারি দোকানসহ ২টি দোকানে চুরি

শাহাদত হোসাইন:
গাজীপুরের শ্রীপুর উপজেলায় শুক্রবার গভীর রাতে দুটি দোকানে থেকে প্রায় সাড়ে ৩ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। উপজেলার জৈনা বাজারের সবচাইতে বড় ঔষধের পাইকারি দোকান মা বাবা ফামের্সী ও সাগর ব্যাটারি হাউজ নামের দুটি দোকানে এ চুরির ঘটনা ঘটে।

মা-বাবা ফার্মেসী স্বত্বাধিকারী মো: মোজাম্মেল হক জানান, শুক্রবার দিবাগত রাতে পেছনের স্টাশাটারের তালা ভেঙে ভেতরে ঢোকে চোরেরা। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে দোকানের শাটার খুলে ভেতরে ঢুকে চুরির বিষয়টি টের পাই। এসে দেখি দোকানের ক্যাশ কাউন্টারের ড্রয়ার ভেঙে নগত টাকা, ঔষধ, আইপিএস ব্যাটারি ও সিসিটিভির ডিভিআর নিয়ে যায়। এ বিষয়ে ৯৯৯ ফোন দিয়েছিলাম পরে থানায় অভিযোগ করে এসেছি।

সাগর ব্যাটারি হাউজ প্রোপাইটার খোকন মিয়ার ভাষ্যমতে, সকালে দোকান খুলে চুরির বিষয়টি টের পাওয়ার পর দেখেন, দোকানের তালা ভাঙ্গা, তবে ধারনা করছি চোর আমার দোকান থেকে কিছু চুরি করেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। চোর শনাক্ত ও চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে’।