Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শেরপুর কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শেরপুর কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার

March 18, 2025 03:51:57 PM   অনলাইন ডেস্ক
শেরপুর কারাগার থেকে পলাতক আসামী গাজীপুরে গ্রেফতার

গাজীপুর মহানগরীর বাসন থানা পুলিশ শেরপুর কারাগার থেকে পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে। গত সোমবার গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা থেকে নুর ইসলাম নামে ওই আসামীকে আটক করা হয়।

নুর ইসলাম কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মংলারকুটি গ্রামের মৃত ওমর আলী শেখের ছেলে। পুলিশ জানিয়েছে, গেল ৫ আগস্ট তিনি কৌশলে শেরপুর কারাগার থেকে পালিয়ে যান।

বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ কায়সার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুর ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনের দিন তিনি কারাগার থেকে কৌশলে পালিয়ে যান। নুর ইসলাম শেরপুর জেলার নালিতাবাড়ী থানার হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে ছিলেন।