Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে জঙ্গলে ডেকে নিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে জঙ্গলে ডেকে নিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

November 30, 2024 05:31:52 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে জঙ্গলে ডেকে নিয়ে শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেফতার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে গরু দেখানোর কথা বলে জঙ্গলে নিয়ে শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। পরে ধর্ষণকারী মো. সাদত আলী সাজ্জাদকে (৬৫) গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। অভিযোগের ৩ ঘন্টার মধ্যে আসামী সাদত আলীকে (সাজ্জাদ) উপজেলার রাজাবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় ভিকটিমের নানী বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃত ধর্ষক সাদত আলী(সাজ্জাত) উপজেলার নোওগাঁও গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

এ বিষয়ে ধর্ষণের শিকার ওই শিশুর নানি হালিমা খাতুন বলেন, আমার নাতনি আমার বাড়ির পাশে নোওগাঁও বাজার থেকে কাপর ধোয়ার পাউডার কিনে হেঁটে নিজ বাড়ির দিকে যাচ্ছিল। পথে সাদত আলী(সাজ্জাদ) (৬৫) আমার নাতনিকে তার বাড়িতে গরু দেখানোর কথা বলে ভিকটিমকে মুখ চেপে ধরে জোরপূর্বক রাস্তার পাশের জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরে আমার নাতনিকে একশত টাকা দিযে বলে কাওকে কিছু না বলতে।

এ বিষয়ে শ্রীপুর থানা উপ পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়ে দ্রুত সময়ের মধ্যে আসামীকে রাজেন্দ্রপুর বাজার এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।