
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে নির্মাণ শ্রমিক দিনমজুর নেওয়ার সময় যুবলীগ নেতার বাঁধা। এসময় যুবলীগ নেতা ও তার অনুসারীরা অফিসে তুলে নিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৪জন ইমারত শ্রমিককে গুরুতর আহত করেছে। এরসময় রোড দিয়ে পিটিয়ে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতির নাকের হাড় ভেঙে গুরুতর আহত করা হয়েছে।
এর প্রতিবাদে রবিবার (১ অক্টোবর ) বিকাল ৩টায় শ্রীপুর পৌর সভার মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে শ্রীপুর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা।
মানববন্ধনকালে বক্তারা বলেন, সন্ত্রাসী মামুনের ও তার সহকারীদের অবিলম্বে বিচার করতে হবে। দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন তারা। তারা আরো বলেন, অভিযুক্তরা এলাকায় নানা রকম অপকর্মের সাথে জড়িত রয়েছে। এর আগেও তারা শ্রমিকের উপরে হামলা চালিয়েছে,এসকল অপকর্মের বিচার না হওয়ায় দিন দিন অপরাধ করে যাবে। তারা প্রশাসনের কাছে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
উল্লেখ্য, গত শনিবার সকালে নির্মাণ শ্রমিক দিনমজুর নেওয়ার সময় যুবলীগ নেতার মোরসালিন ও তার সহযোগীরা বাঁধা দেয় । এসময় যুবলীগ নেতা মামুন ও তার অনুসারীরা অফিসে তুলে নিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৪জন ইমারত শ্রমিককে গুরুতর আহত করে।আহতরা হলেন শ্রীপুর ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হোসেন (৫০), তার ছেলে নাঈম (১৮), আরিফ (২০), শরিফ (২৫)। পরে ওইদিন ইমারত নির্মাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রাজু শ্রীপুর পৌর যুবলীগের সভাপতি প্রার্থী মুরসালিন মামুন (৩৫), রাজু (৩০)সহ অজ্ঞাত নামা ১৫জনসহ এ ঘটনায় বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।