
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অবরোধ বিরোধী মিছিল শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে ভাংচুর চালিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। আওয়ামীলীগের শতাধিক নেতাকর্মী দলীয় কার্যালয়ের ভেতরে থাকা বিএনপির সভানেত্রী ও তারেক রহমানের ছবিসহ শতাধিক প্লাস্টিকের চেয়ার টেবিল ভাংচুর চালায়। অফিসের সকল কাগজপত্র ছিড়ে ছিটিয়ে এলোমেলো করে যায়। অফিসের পিওন ভাংচুরে বাধা দিলে তাকেও পিটিয়ে আহত করেছে হামলাকারীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর)সন্ধ্যার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা বাজারের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালিয়েছে আওয়ামীলীগের নেতাকর্মীরা।
সরজমিন গিয়ে দেখাযায়, বিএনপির দলীয় কার্যালয়ের অফিসে শতাধিক প্লাস্টিকের চেয়ার ভেঙাচুরা অবস্হায় পরে থাকতে দেখাগেছে। এলোপাতাড়ি ভাবে পড়ে রয়েছে টেবিলের ভাঙা গ্লাস। খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি মাটিতে পড়ে রয়েছে। বড় একটি টেবিল ভাংচুর করে বাহিরে ফেলে রাখা হয়েছে। সমস্ত কাগজপত্র ছড়ানো ছিটানো রয়েছে। অফিসের বড় দুটি কাঠের চেয়ার ভেঙে বাহিরে ফেলে রাখা।
দলীয় কার্যালয়ের পিওন স্বজল বলেন, বাজারে আওয়ামীলীগের একটি মিছিল শেষে সকল নেতাকর্মীরা তালাবদ্ধ কার্যালয়ের তালা ভেঙে এলোপাতাড়ি ভাংচুর চালায়। এসময় আমি ভাংচুরে বাধা দিলে ওঁরা আমাকে এলোপাতাড়ি চর থাপ্পড় ও লাথি মেরে সরিয়ে দেয়। তাতে আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমাদের একজন লোক ভিডিও ধারণ করতে গেলে তার মোবাইল ফোন কেড়ে নেয়। অফিসের সমস্ত কিছু ভাংচুর করেছে ওঁরা।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল বাতেন সরকারের ব্যক্তিগত মোবাইল ফোন পরপর কয়েকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি।
শ্রীপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ আক্তারুল আলম বলেন,বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামীলীগের নেতাকর্মীরা মিছিল শেষে টেংরা বাজারের দলীয় কার্যালয়ে ব্যাপক ভাংচুর চালিয়ে। অফিসের সকল কাগজপত্র ছিড়ে ছিটিয়ে এলোমেলো করে ফেলে দেয়। অফিসের পিওনকে ওরা মারধর করেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ পুলিশকে অবহিত করেনি বলে জানান তিনি।