
শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ৭৭৪ বোতল মদ ও একটি মাইক্রোবাসসহ দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ নভেম্বর) রাতে উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে এদের আটক করা হয়। আটককৃতরা হলেন পূর্ব সমশ্চুড়ার শফিকুল ইসলামের ছেলে আশরাফুল (২৫) এবং শেরপুর সদর উপজেলার ছনকান্দার জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।
থানা পুলিশের তথ্যমতে, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলামের নির্দেশে একটি পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে চারআলী বাজার এলাকায় অবস্থান নেয়। রাত ৯টায় দাওধারা কাটাবাড়ি থেকে আসা একটি মাইক্রোবাস তল্লাশির পর এতে ভারতীয় ৭৭৪ বোতল মদ উদ্ধার করা হয়। পালানোর চেষ্টা করলে আশরাফুল ও আলী হোসেনকে আটক করা হয়, তবে অপর আসামি আপেল পালিয়ে যায়।
সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম জানান, আটক মদের বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৭০ হাজার টাকা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে।