Date: May 10, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে স...

শ্রীপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

July 16, 2024 11:27:05 AM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবুলের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি নুরুল ইসলাম বাবুল'র চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে  স্মরণ সভা অনুষ্ঠিত হয়।গতকাল সোমবার বিকালে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে যুগান্তরের  শ্রীপুর প্রতিনিধির কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় দৈনিক যুগান্তর শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুল মালেকের সার্বিক ব্যবস্থাপনায় যুগান্তর শ্রীপুর স্বজন সমাবেশের সভাপতি শারফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয় ।

এসময় প্রধান অতিথি বক্তব্যে জামিল হাসান দুর্জয় বলেন, বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুল ছিলেন কর্মবীর, তার মেধা ছিল বাস্তবায়ন ভিত্তিক, মহান মুক্তিযুদ্ধের সময় দেশ স্বাধীন হওয়ার পিছনে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা, তার অক্লান্ত পরিশ্রমের প্রচেষ্টায় যমুনা গ্রুপের মাধ্যমে লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন, তিনি সমাজের দর্পণ হিসেবে পালন করেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

এ সময় উপস্থিত ছিলেন -শ্রীপুর কলেজের সাবেক জিএস এডভোকেট শেখ নজরুল ইসলাম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধা জর্জ,বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির  সদস্য জাহাঙ্গীর আলম সিরাজী, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান, শ্রীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাকিরুল হাসান জিকু প্রমুখ।

এছাড়াও  শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রীপুর কর্মরত বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
পরে প্রয়াত নুরুল ইসলাম বাবুল'র বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট জামিল হাসান দুর্জয় ।