
আশুলিয়া জাতীয় শ্রমিক লীগ আঞ্চলিক আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ ঘটিকায় আশুলিয়া ঘোসবাগ গ্রামীণ কনভেনশন সেন্টারে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাতীয় শ্রম লীগের আশুলিয়া আঞ্চলিক কমিটির আহবায়ক মোখলেসুর রহমান কাজল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ত্রান প্রতিমন্ত্রী ঢাকা ১৯ এমপি ডা: এনামুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কে এম আযম খসরু।
প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার এনামুর রহমান বলেন, আশুলিয়া একটি শ্রমিক অধ্যুষিত এলাকা। এই শ্রমিকদের অধিকার আদায়ের জাতীয় শ্রমিক লীগ ভূমিকা পালন করবে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের হাতে গড়া শ্রমিক লীগ আজকে শ্রমিকের অধিকার আদায়ে জাতির জনকের আদর্শ বাস্তবায়নের কাজ করবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের নিম্নতম মজুরি বাড়িয়ে ৮ হাজার টাকা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শ্রমিক বান্ধব সরকার। শ্রমিকদের কল্যাণ করতে চাইলে সামনে নির্বাচনে আবারো বাংলাদেশ আওয়ামী লীগ কে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে তাহলে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে।
জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব সানাউল্লাহ ভূইয়া সানির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জমত আলী দেওয়ান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিম আহামে্মদ সুমন ভূইয়া, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কোবির হোসেন সরকার, জাতীয় শ্রমিক লীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য নাজমুল হক ইমু সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ও শ্রমিক লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।