Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

July 18, 2024 10:18:43 AM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া

শরীয়তপুরে জাজিরার নাওডোবায় পদ্মা সেতুর দক্ষিণ এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোটা আন্দোলনকারী বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।  ১৭ জুলাই (বুধবার) বেলা ১২টার দিকে উপজেলার নাওডোবা ইউনিয়নের পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

জানা গেছে, সারা দেশে কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হন। এ ঘটনার নিন্দা ও দোষীদের শাস্তির দাবি জানিয়ে বেলা ১১টার দিকে পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড়ে অবস্থান নেয় কোটা আন্দোলনকারীরা।

পরে স্থানীয় ছাত্রলীগ কর্মীরা বাঁধা দিলে তাদের সঙ্গে সংঘর্ষ হয় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের ।  একপর্যায়ে আন্দোলনকারীরা পিছু হটলে সাড়ে ১২টার সড়কের নিয়ন্ত্রণ নেয় ছাত্রলীগ।

আন্দোলনকারীদের দাবি  শেরপুরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ-ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষ আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, সারা দেশে কোটা আন্দোলকারীদের ওপর হামলার বিচার চেয়ে আমরা মানববন্ধন করছিলাম। প্রথমে আমরা পদ্মা সেতু দক্ষিণ থানার সামনে আসলে ছাত্রলীগ আমাদের ওপর হামলা চালায়। পরে আমরা জমাদ্দার মোড়ে আসলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়,  আমরা এই ঘটনায় তীব্র নিন্দা জানাই  এবং  বিচার চাই

জাজিরা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হৃদয় হোসেন মাদবর বলেন, কোটা আন্দোলনের নামে ছাত্রদলের ইন্ধনে কিছু শিক্ষার্থীরা মহাসড়ক ও পদ্মা সেতু অবরোধ করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সাধারণ জনগণের জানমাল নিরাপত্তার কথা বিবেচনা করে আন্দোলনকারীদের সরিয়ে দেই।

এ ব্যাপারে জানতে চাইলে  জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব বিষযটি নিশ্চিত করে বলেন, ছাত্রলীগ ও কোটা আন্দোলনকারীদের মধ্যে বিশৃঙ্খলার মতো ঘটনা ঘটেছে। তাদের আমরা বুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়া পদ্মা সেতু এলাকায় সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৫টি স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।