
শরীয়তপুরের নাড়িয়ায় চাঞ্চল্যকর ক্লুলেস আকলিমা বেগম (৪৫) হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। সেইসাথে ঘটনার মূল হোতা মোঃ পারভেজ (২৮) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ জুন)বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছেন শরীয়তপুরের পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম।
হত্যাকান্ডের শিকার আকলিমা উপজেলার পশ্চিম লোনসিং গ্রামের অটোচালক কালু মালের স্ত্রী এবং হত্যাকারী পারভেজ ঢাকা যাত্রাবাড়ী থানাধীন মোঃ আলী হোসেনের ছেলে। হত্যাকারী পারভেজ আকলিমার দুঃসম্পর্কের আত্মীয় হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গত ১৬-জুন দুপুর আনুমানিক দু’টোর সময় অটো চালিয়ে বাসায় আসেন আকলিমার স্বামী কালু মাল। বাড়ি আসার পর ঘরের মধ্যে আকলিমার গলাকাটা নিথর দেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন কালু। পরে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়। ঘটনার পরদিন ১৭-জুন নিহত আকলিমার মেয়ে মাহমুদা আক্তার (২৮) বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের আসামী করে নড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর জেলা পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমের নির্দেশনায় নড়িয়া থানার একটি পুলিশ টীম প্রযুক্তির সহযোগিতায় আসামি পারভেজকে সনাক্ত করে। পরে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে পারভেজ।
পুলিশ আরও জানায়, হত্যার দুদিন আগে (১৪-জুন) আকলিমার বাসায় রাত্রিযাপন করেছিলো পারভেজ। পারভেজ এবং আকলিমার স্বামীর সাথে টাকাপয়সা সংক্রান্ত ঝামেলা ছিলো। ঘটনার সময় এসব নিয়ে কথা-কাটাকাটি হয় আকলিমা ও পারভেজের মধ্যে। এতেই ক্ষিপ্র বটি দিয়ে কুপিয়ে আকলিমাকে হত্যা করে পারভেজ। হত্যার পর আকলিমার সঙ্গে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় পারভেজ।
পারভেজের বিরুদ্ধে এর আগেও এক নারীকে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া তিনি নিয়মিত মাদক সেবন করেন। তার বিরুদ্ধে মাদক মামলাও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।