Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরের সাজনপুর খাল উদ্ধার অভিযান শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরের সাজনপুর খাল উদ্ধার অভিযান শুরু

February 14, 2025 11:55:38 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরের সাজনপুর খাল উদ্ধার অভিযান শুরু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলাধীন মহিষার ইউনিয়ন গার্লস স্কুল এলাকা থেকে কাইচকুড়ি গ্রাম পর্যন্ত দখল ও দূষণের কবলে পড়া সাজনপুর খালটির উদ্ধার অভিযান শুরু হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে খালটি সচল হলে স্থানীয়রা মশা-মাছির উপদ্রব থেকে মুক্তি পাবে এবং কৃষকদের জন্যও এটি উপকারী হবে, এমন আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসন কাজ শুরু করে। এ উদ্যোগে খুশি স্থানীয়রা এবং তাঁরা আশা করছেন যে, খালটি সচল হলে কৃষিক্ষেত্রে অনেক সুবিধা মিলবে এবং পরিবেশও সুস্থ থাকবে।

এ বিষয়ে খোঁজ নিয়ে জানা গেছে, পদ্মার কীর্তিনাশা নদী থেকে শুরু হয়ে ডামুড্যা পর্যন্ত সাজনপুর খালটির ১ কিলোমিটার অবস্থান। এক সময় খালটির পানি প্রবাহ সচল ছিল এবং এটি দিয়ে নৌযান চলাচল করত। কিন্তু গত দুই দশক ধরে দখল ও দূষণের কারণে খালটির প্রবাহ বন্ধ হয়ে গেছে। বিভিন্ন দোকান ও বাসাবাড়ির ময়লা আবর্জনায় খালটি ভর্তি হয়ে তীব্র দুর্গন্ধ সৃষ্টি করছে। এর ফলে মশা-মাছির উপদ্রব বেড়ে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি হচ্ছে। এছাড়া, বর্ষাকালে কৃষি জমির পানি খালে নামতে না পারায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

এদিকে, খালটি সচল করার কাজের সময় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে তা অপসারণ করা হবে বলে জানিয়েছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিদ্র মন্ডল। তিনি বলেন, “ভেদরগঞ্জ উপজেলার অনেক খাল বর্তমানে বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে বন্ধ হয়ে গেছে। আমরা এগুলোর পুনরুদ্ধারের উদ্যোগ নিয়েছি এবং সাজনপুর খালটি পুনরায় খনন শুরু করেছি, যা কীর্তিনাশা নদীতে কানেক্ট করবে।”

এমতাবস্থায়, স্থানীয়দের জন্য এই উদ্যোগ নতুন সম্ভাবনার সৃষ্টি করেছে এবং খালটি সচল হলে পরিবেশ ও কৃষির উন্নতি হবে বলে আশা করছেন তারা।