Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে একতা ব্রিক ফিল্ড ইটভাটাকে লাখ টাকা জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে একতা ব্রিক ফিল্ড ইটভাটাকে লাখ টাকা জরিমানা

December 17, 2024 06:21:42 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে একতা ব্রিক ফিল্ড ইটভাটাকে লাখ টাকা জরিমানা

শরীয়তপুরের গোসাইরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স একতা ব্রিক ফিল্ড নামক একটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে এই জরিমানা ধার্যপূর্বক আদায় করেন।

পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রাসেল নোমান প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে গোসাইরহাট থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এবং পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।

গোসাইরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সানিয়া বিনতে আফজল জানান, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স একতা ব্রিক ফিল্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”