Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ

February 13, 2025 06:49:37 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৫০০ কেজি পলিথিন জব্দ

শরীয়তপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৯০ কেজি পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পলিথিন ব্যবসায়ীদের ২০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩  ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর শরীয়তপুর সূত্রে জানা যায়, ভোজেশ্বর বাজারের চৌধুরী মার্কেটের কামাল খান ও কুমার পট্টির মেহেদী হাসান নামে দুই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধ পলিথিনের ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার নড়িয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করে শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর। অভিযানে কামাল খান ও মেহেদী হাসানের দোকান থেকে ৪৯০ কেজি পলিথিন জব্দ করা হয়। এছাড়াও তাদের প্রত্যেককে ১০ হাজার করে মোট ২০ টাকা জরিমানা ধার্য করে আদায় করে ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক রাসেল নোমান দেশরপত্রকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৯০ কেজি পলিথিন জব্দ করে উভয় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ পলিথিনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময় পলিথিন বিরোধী লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও নড়িয়া থানা পুলিশসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।