Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে সাংবাদিক সুজনের ওপর হামলার ঘটনায় প্রধান আসামির জামিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে সাংবাদিক সুজনের ওপর হামলার ঘটনায় প্রধান আসামির জামিন

February 28, 2025 07:19:08 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে সাংবাদিক সুজনের ওপর হামলার ঘটনায় প্রধান আসামির জামিন

শরীয়তপুরে সংবাদ প্রকাশের জেরে দৈনিক সমকালের প্রতিনিধি সোহাগ খান সুজনের ওপর ছুরি ও হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় প্রধান আসামি নুরুজ্জামান শেখকে কারাগারে পাঠানোর দুই দিনের মধ্যেই জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) শরীয়তপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্তিক চন্দ্র ঘোষ তার জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সোমবার (২৪ ফেব্রুয়ারি) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তন্ময় গাইন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।

এ ঘটনায় জেলার সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানা গেছে।

অন্যদিকে, জামিনে মুক্তি পাওয়ার পর আসামিরা মামলার বাদী ও দুই সাংবাদিককে মামলা প্রত্যাহারের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগে পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাংবাদিক নয়ন দাস।

শরীয়তপুর কোর্ট পুলিশের পরিদর্শক শিমুল সরকার জানান, গত ৩ ফেব্রুয়ারি দুপুরে দৈনিক সমকালের জেলা কার্যালয়ের সামনে সাংবাদিক সোহাগ খান সুজনের ওপর হামলা চালানো হয়। ঘটনার দিন রাতেই তিনি পালং মডেল থানায় ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৮ জানুয়ারি শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলে দেন। এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে নুরুজ্জামান শেখ তার নিজস্ব অনলাইন পোর্টাল 'দৈনিক গহিনের সংবাদ'-এ ওই চিকিৎসকের পক্ষে প্রতিবেদন করেন। এরপর ২ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়।

এই ঘটনার জেরে ৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ের গেটের সামনে নুরুজ্জামান শেখ ও তার সহযোগীরা সোহাগ খান সুজনের ওপর হামলা চালান। তাকে বাঁচাতে এলে নিউজ২৪-এর প্রতিনিধি বিধান মজুমদার অনি, বাংলা টিভি ও সময়ের কণ্ঠস্বরের প্রতিনিধি নয়ন দাস এবং দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশও হামলার শিকার হন।

হামলার ঘটনায় দায়ের করা মামলায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে প্রধান আসামি নুরুজ্জামানের জামিন নামঞ্জুর করা হয়। তবে চার্জশিট জমা না হওয়া পর্যন্ত বাকি আসামিদের ৫০০ টাকার মুচলেকায় জামিন দেওয়া হয়।

এরপর বুধবার আসামিপক্ষের আইনজীবীরা নুরুজ্জামান শেখের জামিন আবেদন করলে বৃহস্পতিবার আদালত তা মঞ্জুর করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইশতিয়াক আহমেদ সৈকত অভিযোগ করেন, “হামলার ভিডিও ও পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকা সত্ত্বেও রহস্যজনকভাবে মামলার মেডিকেল সার্টিফিকেট (এমসি) ম্যানিপুলেট করা হয়েছে। এতে প্রধান আসামির জামিনের পথ সুগম হয়েছে। আমরা আদালতের কাছে নারাজি আবেদন দাখিল করবো।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা নেওয়া হয়েছিল। আসামিরা জামিনে মুক্তি পেয়েছে। মামলার বাদী ও অপর দুই সাংবাদিককে হুমকির বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এই ঘটনায় জেলার সাংবাদিকরা ন্যায়বিচার পাওয়ার আশা প্রকাশ করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।