Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শৈলকুপায় হত্যার শিকার শফির পরিবারের পাশে বিএনপি নেতা বাবুল - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শৈলকুপায় হত্যার শিকার শফির পরিবারের পাশে বিএনপি নেতা বাবুল

March 14, 2025 01:29:23 AM   উপজেলা প্রতিনিধি
শৈলকুপায় হত্যার শিকার শফির পরিবারের পাশে বিএনপি নেতা বাবুল

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের বন্দেখালী গ্রামে হত্যাকাণ্ডের শিকার শফিকুল ইসলাম সুফির এতিম সন্তান ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা। তিনি নিজস্ব তহবিল থেকে এক লক্ষ টাকা অনুদান দিয়েছেন। বৃহস্পতিবার সকালে বাবুল হোসাইন মোল্লার বাবা, উপজেলার প্রবীণ বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারি মোল্লা পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসাইন মোল্লা বলেন, ইসলাম দয়া ও ভালোবাসার ধর্ম। এককভাবে ভালো থাকার নাম ইসলাম নয়, বরং সবাইকে নিয়ে একসঙ্গে ভালো থাকাই ইসলামের সৌন্দর্য। তাই সাধ্যমতো এতিম ও অসহায়দের সাহায্য করা, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রতিটি মুমিনের দায়িত্ব। কোরআন ও হাদিসে এতিম ও অসহায়দের অধিকারের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই শিক্ষার আলোকে অসহায় এই পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।

প্রসঙ্গত, প্রতিবেশী দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে শফিকুল ইসলাম সুফি শেখ (৩৫) নামের এক বিএনপি কর্মী ও গরু ব্যবসায়ী প্রাণ হারান। নিহত সুফি বন্দেখালী গ্রামের নবাব আলীর ছেলে।